লালমনিরহাট জেলা জাতীয় পার্টির নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে বিশেষ সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকাল ১০ টা থেকে এই সাংগঠনিক কর্মশালা জেলা পরিষদ অডিটোরিয়াম এর হলরুমে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহিদ লিমন। সাংগঠনিক কর্মশালায় সদর উপজেলার নয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলে মোট ৯০টি ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদধারী নেতাকর্মীরা অংশ নেন।
উক্ত সাংগঠনিক কর্মশালায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক নিজস্ব এলাকার সাংগঠনিক বিষয়ের নানান দিক তুলে ধরেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাহিদ লিমন বলেন, এই জেলার যতগুলো উন্নয়ন হয়েছে সবগুলো জাতীয় পার্টি করেছে। আগামী নির্বাচনে লাঙ্গল মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে। একটি দল কৌশলে শুধু মাত্র নাম ফলক দিয়ে জাতীয় পার্টি সমস্ত অর্জনকে নস্ট করার চেষ্টা করছে। আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনের দিন সকল নেতাকর্মীদের সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ভোট পাহারা দেওয়ার আহবান জানান তিনি।
সাংগঠনিক কর্মশালারটির সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম। উক্ত কর্মশালায় উপজেলার প্রায় এক হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই