চট্টগ্রামে ২৬ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) সকালর বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ জহির হোসেন।
তিনি জানান, গ্রেফতার মোহাম্মদ ইলিয়াছ (৪৮) কর্ণফুলী থানা বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের মোঃ মনিরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে ২৬টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর মধ্যে ১২টিতে আদালত তাকে সাজা দিয়েছেন। এসব মামলার রায়ে তার বিরুদ্ধে কয়েক কোটি টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওসি আরও বলেন, ইলিয়াছের বিরুদ্ধে ২০১৯ সালের জানুয়ারিতে জালিয়াতির মাধ্যমে পূবালী ব্যাংক চকবাজার শাখার ১২ কোটি ৮৫ লাখ টাকা আত্মসাতের মামলার এজাহারনামীয় আসামি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।
বার্তা বাজার/জে আই