বাংলাদেশ গাউসিয়া কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, অর্থ সচিব আলহাজ্ব মো. কমর উদ্দিন সবুর ও চন্দনাইশ গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মোরশেদুল আলম এর মালয়েশিয়া সফর উপলক্ষে সংবর্ধনা ও মালয়েশিয়া শাখার ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৩
অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি মালয়েশিয়া সভাপতি মো. আনোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সদস্য সচিব তারেকুল আলম চৌধুরী।

বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম আখন্দ, সাধারণ সম্পাদক মোঃ নাইম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জুনাইদ আজিজ , সাংগঠনিক সম্পাদক মোঃ ফেরদৌস আলম, অর্থ সম্পাদক মোঃ জামাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম টিপু ।

উপস্থিত ছিলেন, মালয়েশিয়া শাখার অধীনে হাংতুয়া শাখা, গাউছুল আজম মসজিদ কেপং শাখা, পেতালিং জায়া শাখা ও সেলায়ং শাখা সহ চারটি উপশাখার নেতা কর্মী বৃন্দ। উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির উপদেষ্টা নাজমুল ইসলাম বাবু, জাকির হোসেন, মো. এসকান্দর,মো. হারুন সওদাগর, রফিক আহমেদ খান, টুকু সরদার সহ আরো অনেকে ।

এসময় বাংলাদেশ গাউসিয়া মালয়েশিয়া শাখার কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে গাউসিয়া কমিটি মালয়েশিয়া শাখা করোনা কালীন সময়ে মৃত দেহ সৎকার, ফ্রি অক্সিজেন ও এ্যাম্বুলেন্স সার্ভিস, বিএম ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহযোগিতা, সিলেটে বন্যা দুর্গতদের সহযোগিতা ও আরো অন্যান্য মানবসেবায় অবদান রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মিলাদ কিয়াম, নাতে রাসুল, আখেরি মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বার্তা বাজার/জে আই