সরকারের পদত্যাগ, তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে এবং বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপি ঘোষিত ১০ম দফা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন চলছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহজাহানপুরেহুল বৃষ্টিতে ভিজে মিছিল ও পিকেটিং করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুকবির রিজভীসহ নেতাকর্মীরা।
সকাল সাড়ে সাতটায় শাহজাহানপুর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি পীরজঙ্গী মাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর, পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর, ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর, সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর এবং অষ্টম দফায় ২৯ নভেম্বর অবরোধ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতালের ডাক দেয় দলটি। নবম দফায় (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলে অবরোধ। ১০ম দফায় ৬ ডিসেম্বর (বুধবার) ভোর থেকে অবরোধ শুরু হয়, তা শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টায় পর্যন্ত চলবে।
বার্তা বাজার/জে আই