বৃদ্ধ মায়ের বিধবা ভাতার টাকা নেশার জন্য হাতে না পেয়ে, ৯৩ বছরের বৃদ্ধ মোছাঃ শরিফা খাতুন কে পিটিয়ে জখম ও মারধর করে ঘর ছাড়া করার অভিযোগ উঠেছে ছেলে মোঃ জামাল হোসেনের বিরুদ্ধে।
গতকাল (সোমবার) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার কাকুড়িডাঙ্গা গ্রামের মৃত সব্দাল ফকিরের ছেলে মোঃ জামাল হোসেন (৪৮) এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া যায়। বৃদ্ধ মায়ের অভিযোগ, বিধবা ভাতা উত্তোলনের সিম কার্ড নিজ কুক্ষিগত রেখে প্রতি মাসে ভাতার টাকােআত্মসাত করে তার ছেলে মোঃ জামাল হোসেন। প্রয়োজনীয় ঔষধ ও অন্যান্য জরুরী জিনিসপত্রের জন্য ছেলের নিকট টাকা চাইলে, টাকার পরিবর্তে গালাগালি সহ নানাবিধ অশোভন আচরন করতেন তার ছেলে জামাল।
ঘটনা প্রেক্ষিতে গতকাল একই ভাবে নিজ প্রয়োজনে ছেলের কাছে টাকা চাইতে গেলে নেশাগ্রস্থ অবস্থায় তেড়ে এসে হাতে থাকা কাঁচি দিয়ে মারধর সহ নানভাবে শারিরিক ও মানসিক হেনেস্তা করেন ছেলে জামাল। এক পর্যায়ে এলাকাবাসী সহ নিকটস্থ প্রতিবেশীর সহায়তায় বৃদ্ধ গুরুতর আক্রমন থেকে বেঁচে গেলেও বর্তমানে অসুস্থ অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি বার্তা বাজারকে জানান, ঘটনার বিষয়ে আদালতে মামলা হয়েছে। আদালতের নির্দেশনা মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহনে আমরা সদা প্রস্তুত আছি।
ইএক্স/ও.আর