চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (০৫ ডিসেম্বর) বিষয়টি জানান কোতোয়ালি থানার ওসি এম ওবায়দুল হক।

তিনি জানান, রোববার রাত ৯টা ২০ মিনিটের দিকে আন্দরকিল্লা মোড়স্থ রেডক্রিসেন্ট হাসপাতাল গলির মুখে একটি সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে তিন ছিনতাইকারী। এসময় তারা অটোরিকশার যাত্রীকে ভয়ভীতি দেখিয়ে একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।

এ প্রেক্ষিতে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে নামে পুলিশ। সোমবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাকলিয়া থানাধীন নয়া মসজিদ ও চান্দগাও থানাধীন খাজা রোড এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে মোঃ রাসেল (২৭), মোঃ শরীফ (২৮) ও মোঃ সুমন (২৫) নামে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ব্যাগ সহ সাতটি পাসপোর্ট, স্মার্ট কার্ড এবং দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এম আই