উন্নত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়গুলোতে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব বাড়াতে হবে বলে অভিমত দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)- এর উপাচার্য বিশিষ্ট মনোবিজ্ঞানী অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) আয়োজিত ‘উন্নত জাতি গঠনে মনোবিজ্ঞান’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চাঁদপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, ‘উন্নত জাতি গঠনে বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্টেলেকচুয়াল লিডার বানাতে হবে। একইসঙ্গে সাইকোটেক, সোসিওটেক এর ওপর বিশেষভাবে নজর দিতে হবে।’
চাঁবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মেজর (অব.) মো. আব্দুল হাই-এর সঞ্চালনায় সেমিনারের সভাপতি চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, ‘জ্ঞানই শক্তি। কষ্টার্জিত জ্ঞান জীবনকে অর্থবহ করে তোলে।’
এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সেমিনারে উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই