নওগাঁর ধামইরহাটে ৪ হাজার ৯‘শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় উচ্চ ফলনশীল (উফসী ও হাইব্রিড) জাতের বোরো জাতের ধান বীজ ও সার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

এ কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার ৯ শত জন কৃষকের প্রত্যেককে উচ্চ ফলনশীল জাতের ধানবীজ ৫ কেজি এবং ডিএপি এবং এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। এ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোসা.আসমা খাতুন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ অভিজিত কুমার কুন্ডু, সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, উপসহকারি কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বী, উপসহকারি কৃষি কর্মকর্তা আবু সাঈদ প্রমুখ।

বার্তাবাজার/এম আই