তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামায়াত কখনও ভালো হবে না। তাদের নির্মুল করতে হবে। তিনি বলেন, আগে যারা আগুন সন্ত্রাস চালিয়েছিলো, তাদের বিচার হলে ২০২৩ সালে এসে আগুন সন্ত্রাস দেখতে হতো না।

বিএনপি জামায়াতের আন্দোলনে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষ পোড়ানোর প্রতিবাদ ও বিচারের দাবিতে রবিবার (৩ ডিসেম্বর) শহীদ মিনারে মানববন্ধন করে অগ্নি সন্ত্রাসের আর্তনাদ নামে একটি সংগঠন। অগ্নি সন্ত্রাসের শিকার হয়ে নিহতদের পরিবারের সদস্য আর আহতরা এতে অংশ নেন। নিহতদের পরিবার সদস্য ও আহতরা তাদের দুঃ সহ জীবনের কথা তুলে ধরে এর বিচার চান।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, রাজনীতির নামে বিশ্বের কোথাও মানুষ পুড়িয়ে মারা হয় না। মানববন্ধরে ছিলেন শ্যামল দত্ত, অধ্যাপক ড. আখতারুজ্জামান ও শামসুদ্দিন চৌধুরী মানিক।

মানববন্ধনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ২০১৩ -১৪ সালে আগুন সন্ত্রাস হতো খালেদা জিয়ার নেতৃত্বে, এখন হচ্ছে তারেক জিয়ার নেতৃত্বে।

এ সন্ত্রাসের সাথে জড়িতদের অর্থদাতা, হুকুমদাতা ও মদদদাতাদের বিচার না করা হলে, অগ্নিসন্ত্রাস নির্মুল হবে না বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।

বার্তাবাজার/এম আই