আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট জেলা আওয়ামী পরিবারের এক সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ ডিসেম্বর দিনব্যাপী শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সদর উপজেলার নয়টি ইউনিয়ন এবং পৌরসভার আওয়ামী পরিবারের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মশালায় আগত আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের সভাপতি গণ লালমনিরহাটের পৌর মেয়র রেজাউল করিম স্বপন সাবেক এমপির সফুরা বেগম রুমি সহ জেলা পর্যায়ের অন্যান্য নেতারা ও বক্তব্য দেন।

অনুষ্ঠানের মুল আলোচক আওয়ামী লীগের মনোনীত লালমনিরহাট ০৩ আসনের নৌকা মার্কার প্রার্থী এডভোকেট মতিয়ার রহমান বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু পরিবার থেকে শুরু করে আওয়ামীলীগের যত নেতা কর্মী হত্যার শিকার হয়েছে তাদের রুহহের মাগফেরাত কামনা করেন। আগামী নির্বাচনে জয়ী হলে ৬ মাসের মধ্যে অর্থনৈতিক অঞ্চল, ও লালমনিরহাটে অভ্যন্তরীন রুটে বিমান চলাচল ব্যবস্থা করবেন।

এছাড়াও এভিয়েশন বিশ্ববিদ্যালয় প্রতিস্ঠা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মোগলহাট স্থল বন্দর চালু সহ চলমান উন্নয়ন মুলক কাজ করবেন। কর্মশালায় আসছে ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার দের ভোট কেন্দ্র আনতে ও নৌকা মার্কাকে জয়ী করতে নানন ধরনের দিকনির্দেশনা মুলক বক্তব্য দেন।

বার্তা বাজার/জে আই