আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাদারীপুর-২ (রাজৈর-সদর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন টানা ৭ বারের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে মাদারীপুরের রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার কাছে এ মনোনয়নপত্র জমা দেন।
মাদারীপুর সদর ও রাজৈর উপজেলা নিয়ে মাদারীপুর দুই সংসদীয় আসন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহা, যুগ্ম-আহ্বায়ক আ ফ ম ফুয়াদ, ফরিদা হাসান পল্লবী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী ও বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
বার্তাবাজার/এম আই