দ্বাদশ জাতীয় সংসদ নিবাচন উপলক্ষ্যে পাবনার ৫টি আসনের বিভিন্ন দলের প্রাথীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরের পর আনন্দঘন পরিবেশে রিটানিং ও সহকারি রিটানিং কমকতাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তারা।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, জাতীয় পাটি, বিএনএম, জাকের পাটি, ওয়াকাস পাটিসহ বিভিন্ন দলের প্রাথীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপুরে পাবনা-৫ আসনের আওয়ামী লীগ প্রাথী গোলাম ফারুক প্রিন্স, পাবনা-৪ আসনের আ.লীগ প্রাথী গালিবুর রহমান শরীফ, পাবনা-২ আসনে আহমেদ ফিরোজ কবির, স্বতন্ত্র প্রাথী হিসেবে সাবেক সাংসদ আওয়ামী লীগ নেতা খন্দকার আজিজুল হক আরজু, বিএনএম থেকে সঙ্গীত শিল্পী ডলি সায়ন্তনী, পাবনা-৩ আসনে বতমান সাংসদ মকবুল হোসেন, স্বতন্ত্র প্রাথী আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ মাস্টার মনোনয়নপত্র দাখিল করেন।

আওয়ামী লীগ প্রাথীরা বলেন, দলীয় মনোনয়ন পেয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। ভোটারদের ভোট কেন্দ্রে এনে উৎসবমুখর পরিবেশে নিবাচনের আশা তাদের। আর অন্যান্য প্রাথীদের মতে, ভোটারদের ভোট কেন্দ্রে আনাটাই বড় চ্যালেঞ্জ। জনগণের জন্য কাজ করার প্রত্যাশা তাদের।

বার্তাবাজার/এম আই