বাংলাদেশের কিশোর-কিশোরী, তরুণ, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠী ও প্রান্তিক জনগোষ্ঠীর যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয়গুলো সচেতন করার লক্ষে জয়পুরহাটে যুব সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় যৌন ও প্রজনন স্বাস্থ্যের বিষয় নিয়ে কথা বলেন, অধিকার এখানে, এখনই প্রকল্পের কো অডিনেটর মাধুরি সূত্রধর, প্রকল্পটির জেলা সংগঠক মুর্শিদা খাতুন।
এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার যুব সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এম আই