দিনাজপুর-৬ আসন থেকে টানা তৃতীয়বারের মত নৌকার মনোনয়ন পাওয়ায় ব্যক্তিগত তহবিল থেকে ঘোড়াঘাটে মিষ্টি বিতরণ করেছেন যুবলীগ নেতা মুমিত মন্ডল।

বুধবার বিকেলে পৌর এলাকার আজাদমোড়ে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন পৌর যুবলীগ নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল, যুবলীগ নেতা মুরাদ মন্ডল ও আশরাফুল ইসলাম প্রমুখ।

মুমিত মন্ডল বলেন, ‘আমাদের প্রত্যাশা ছিল শিবলী ভাই আবারো মনোনয়ন পাবে। প্রধানমন্ত্রী আমাদের সেই প্রত্যাশা বাস্তবায়ন করেছে। তাই আমি ব্যক্তিগত তহবিল থেকে পৌর যুবলীগের পক্ষে মিষ্টি বিতরণ করেছি।

বার্তা বাজার/জে আই