জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের জন্য খালি রাখা ময়মনসিংহ-৪ আসনে অবশেষে প্রার্থী দিয়েছে দলটি। বুধবার (২৯ নভেম্বর) দলটির যুগ্মদপ্তর সম্পাদক মাহমুদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু মুসা সরকারকে ময়মনসিংহ-৪ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
মাহমুদ আলম বলেন, ম্যাডামের (রওশন এরশাদ) জন্য রাত ৯টা পর্যন্ত অপেক্ষা করা হয়েছে। কেউ তার মনোনয়ন নিতে আসেননি। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন জমা দেওয়ার শেষদিন হওয়ায় আসন যাতে খালি না থাকে সেজন্য আবু মুসাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে, ম্যাডাম মনোনয়ন নিলে ওনাকে প্রত্যাহার করতে বলবো।
এর আগে, গত ২৭ নভেম্বর ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী চূড়ান্ত করে জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।
বার্তা বাজার/জে আই