নীলফামারীর ডিমলায় পুকুরে গোসল করতে গিয়ে মোঃ জিয়ারত খাঁ (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে নিহতের মরাদেহ উদ্ধার করে।
নিহত মোঃ জিয়ারত খাঁ উপজেলার খালিশা চাপানী ছোটখাতা (পশ্চিমপাড়া) এলাকার মৃত সাহেব খাঁর ছেলে।
এলাকাবাসী জানায়, আজ দুপুর ২টায় জিয়ারত খাঁ প্রতিদিনের মতো গোসল করতে পুকুরে যায়। নিহতের বাড়ি ফিরতে দেরী হলে তার পরিবারের লোকজন পুকুর পাড়ে খোঁজাখুঁজি করে। পরে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবারু দলের সহযোগিতায় বিকেল সাড়ে পাঁচটায় তার মরাদেহ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ নিয়ে নিয়ে কারো কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে মরাদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা বাজার/জে আই