আবারো রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে একটি জাহাজ,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের জন্য একের পর এক আসছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা।

এ যাত্রায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এমভি আরভিকা।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এর সহকারী অপারেশন ম্যানেজার হোসেন ইমাম জানান, গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়ার মুয়ারা পান্তাই বন্দর কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে বিদেশি বানিজ্যিক এই জাহাজটি।

এর মধ্যে ২৬ হাজার মেট্রিক টন কয়লা ফেয়ারওয়েতে খালাস করে, বাদবাকি কয়লা নিয়ে আজ বুধবার (২৯ নভেম্বর ) রাত ১ টা ২৫ মিনিটে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়িয়া-১৪ নম্বরে নোঙ্গর করে জাহাজটি। পরে জাহাজটি থেকে আমদানি করা কয়লা লাইটার ভেসেলে খালাস শুরু হয়েছে। বোঝাই শেষে ওই লাইটারেজে করে কয়লা নেওয়া হবে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে।

এটি এ মাসে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লার দ্বিতীয় চালান।

বার্তা বাজার/জে আই