নাটোরের লালপুর উপজেলার বরমহাটী সমবায় উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর খন্দকার মো.ফরহাদ হোসেনকে লাঞ্ছিত করার ঘটনায় সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবোরধ করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ মে) সকালে বিদ্যালয়ের সামনের গোপালপুর-কলসনগের রাস্তায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবোরধ করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে সভাপতি রাজু আহমেদের পদত্যাগের দাবিতে লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতার কাছে লিখিত অভিযোগ করেন শিক্ষার্থীরা।
জানা যায়, রবিবার বিদ্যালয় চলাকালীন ওই বিদ্যালয়ের করাগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর ফরহাদ হোসেনকে লাঞ্ছিত করে একই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রাজু আহমেদ।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সভাপতির বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছে। তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’
এ বিষয়ে বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. রাজু আহমেদ জানায় বিকেলে শিক্ষক লাঞ্চিতের জন্য নিজের ভুল বুঝতে পরে স্কুলের শিক্ষক-কর্মচারী ও স্থানীয়দের সামনে অনুশোচনা করে সহকারী শিক্ষক ফরহাদ হোসেনের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। তার পরেও একটি পক্ষ শিক্ষার্থীদের দিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত করছে।’
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা জানায়, বরমহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্চিতের ঘটনায় সভাপতি মো. রাজু আহমেদর অপসার দাবিতে শিক্ষার্থীরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ‘
লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা জানায়, শিক্ষক লাঞ্চিতের ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা লিখিত ভাবে সভাপতির অপসার দাবি জানিয়েছে। এঘটনায় সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসকে তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত করে বিধি মোতাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এম আই