পাবনা সদর-৫ আসনে বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সকে পূণরায় নৌকার মনোনয়ন দেয়াতে ফুলের শুভেচ্ছা ও মোটর শোভাযাত্রার মধ্যদিয়ে বরণ করে নিলেন নিজ আসনের দলীয় নেতাকর্মীরা। এসময় তারা দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নৌকার পক্ষে স্লোগান দেন।

মঙ্গলবার (২৮নভেম্বর) বিকালে সদর আসনের প্রবেশ মুখ থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করার হয়।

এসময় সংসদীয় আসনের নেতাকর্মীরা পাবনা-ঢাকা মহা সড়কের বিভিন্ন স্থানে পথ সভায় নৌকার মাঝি গোলাম ফারুক প্রিন্স অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন। একই সাথে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র হচ্ছে বলে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান। নৌকাকে বিজয়ী করতে দলের সকল নেতাকর্মীদের মাঠে কাজ করার কথা বলেন তিনি।

মোটর শোভাযাত্রাটি মহাসড়ক হয়ে শহরের আব্দুল হামিদ সড়কের দলীয় কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। এসময় তাকে বরণ করে নেনে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিমলাল ও মহিলা আওয়ামী লীগ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগরে জ্যোষ্ঠ নেতা অ্যাডভোকেট বেলায়েত আলী, পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগ নেতা কামিল হোসেন, মুস্তাফিজুর রহমান সুইট, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আহম্মেদ শরীফ ডাবলু, সহ দলের অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

বার্তা বাজার/জে আই