জামালপুরের দেওয়ানগঞ্জে “আল জামিয়াতুল ইলাহিয়া দাখিল মাদ্রাসার” সাবেক সুপার মরহুম অধ্যাপক কে,এ,এম শফিকুল আলমের জ্যেষ্ঠ পুত্র কে,এস,এম নাসরুল্লাহর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদে প্রতিষ্ঠানের দাতাগন ও এলাকা বাসীর আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ছবি : ফেইসবুক থেকে সংগ্রহীত

আজ ২২ মে (সোমবার ) দুপুরে, দক্ষিন চিকাজানীর অন্তর্গত পীর সাহেবের নিবাস হাফিজিয়া মাদ্রাসা ও নুরানী কিন্টারগার্ডেনের সম্মুখে সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সামনে নাসরুল্লাহ জানান, গত ২১ মে আমার বিরুদ্ধে যে সংবাদ সম্মেলন হয়েছে তা মিথ্যা, বানোয়াট এবং ষড়যন্ত্রমুলক। সংঘটিত হামলা কিংবা কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। বরং বর্তমানে মাদ্রাসার দ্বায়িত্বে থাকা ভারপ্রাপ্ত সুপার আবু মোতালেবের বিরুদ্ধে নিয়োগ বানিজ্য, অবৈধ অর্থ অত্মসাত সহ মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন অনিয়ম ও দুনীতির অভিযোগ পাওয়া গিয়েছে। যার বিরুদ্ধচারণ করায় একশ্রেণীর কুচক্রি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ছবি : ফেইসবুক থেকে সংগ্রহীত

ধারনা করছি আমার আনিত অভিযোগ সমূহ আড়াল করার অবৈধ অভিপ্রায় থেকে পুরো ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষেই তারা এই ন্যাক্কারজনক নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে । আমি কে এম সাইফুল্লা নামক কোন ব্যক্তির উপর হামলা করার ঘটনায় সম্প্রক্ত নই। বরং তাদের সাজানো নাটকের দায় আমার উপর চাপানো হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে সকল দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সহ সংশ্লিষ্ট সকল দালিলিক কাগজপত্র উপস্থিত গন্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যম কর্মীদের কাছে হস্তান্তর করবেন বলে ঘোষনা দেন ।

ছবি : ফেইসবুক থেকে সংগ্রহীত

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, মাদ্রাসার সাবেক সভাপতি এ কে এম শফিউল আযম, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আনিসুর রহমান ও সাবেক সুপার কে এ এন এম শফিউর রহমান প্রমুখ। এ সময় স্থানীয় এলাকাবাসীসহ দেশের নির্ভরযোগ্য প্রিন্ট ও অনলাইন গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ই.এক্স/ও.আর