কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন আমানগন্ডা এলাকা থেকে ৫৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) আবদুল কুদ্দুস সঙ্গীয় ফোর্সনিয়ে ২৭ই নভেম্বর রাত ০১.৫৫ মিনিটে চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমূখী লেনের তাকিয়া আমগাছ কেন্দ্রীয় কবরস্থান গেইটের সামনে মাদক পাচারকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি দৌঁড়ে পালানোর সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৫৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়া (৩৬)কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর দুই আসামী পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন মিয়া উপজেলার ১০ নং চিওড়া ইউনিয়নের চড়পাড়া গ্রামের ইদন আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা তন্ময় বলেন, গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে মাদক মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে।

বার্তা বাজার/জে আই