দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসন থেকে আশেক উল্লাহ রফিক টানা দ্বিতীয় বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কক্সবাজার-২ আসন (কুতুবদিয়া-মহেশখালী) আসনের দলীয় প্রার্থী হিসাবে আশেক উল্লাহ রফিকের নাম ঘোষণা করা হলে তাৎক্ষণিক কুতুবদিয়া উপজেলা যুবলীগের উদ্যোগে উপজেলা যুবলীগের সভাপতি আবু জাফর ছিদ্দিকি ও সাধারণ সম্পাদক খোরশেদ আলমের নেতৃত্বে কুতুবদিয়া উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করে।
মিছিলটি বড়ঘোপ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
আশেক উল্লাহ রফিক প্রথমবার ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে ১ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে ছিলেন।
বার্তাবাজার/এম আই