সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা দলের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নাটোরের গুরুদাসপুরে মশাল মিছিল করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৬ নভেম্বর) ভোর রাতে ছাত্রদলের মশাল মিছিলটি মশিন্দা ইউনিয়নের সড়ক দিয়ে শুরু হয়ে প্রায় ২ কিলোমিটার প্রদক্ষিণ করে শেষ হয়।

মশাল মিছিলে অংশগ্রহণ করেন গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সুজন, সদস্য সচিব আরিফুল ইসলাম রবিউলসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

বার্তাবাজার/এম আই