আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও নড়াইল-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন যথাক্রমে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আগেই জাতীয় সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেলেন।
রবিবার (২৬ নভেম্বর) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে সাকিব ও মাশরাফির নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বার্তা বাজার/জে আই