জামালপুরের সরিষাবাড়ীতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কতৃক বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এডভোকেট মতিয়র রহমান তালুকদার রেল স্টেশন ও একই ইউনিয়নের স্থল বড় মসজিদ সংলগ্ন তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সরিষাবাড়ী আসনের আওয়ামী লীগের এমপি মনোনয়ন প্রত্যাশি আব্দুস সামাদ আজাদ তারা।
এসময় আব্দুস সামাদ আজাদ তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় পাকিস্তানের দালাল বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। বিএনপির হুমকি রাজপথে রাজনৈতিক ভাবেই আওয়ামী লীগ মোকাবেলা করবে। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী এই হুমকির দাঁত ভাঙা জবাব দিবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে তখনি বিএনপি জামাত পাকিস্তানের দালালেরা বিভিন্ন ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। প্রতিবাদ সভায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই