রাজশাহীতে বিএনপির সমাবেশে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবর স্থানে পাঠানো হবে সেই বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখা।

সোমবার (২২ মে) বিকেলে থানা পাড়া রোডস্থ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যলয়ের সামনে বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল শুরুর পূর্বে কার্যালয়ের সামনে সুচনা বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন।

এরপর মিছিলটি শহরের প্রধান সড়ক বাটামোর, পুরানবাজার, রেলগেট হয়ে মিশনমোর চত্তরে আসে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান।

তিনি বলেন, এখন থেকে খবর টিভিতে দেখবেন মোবাইলে দেখবেন আর রাজপথে চলে আসবেন। বিএনপিকে প্রতিহত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন আমরা সেই পদ্ধতি অবলম্বন করব। লালমনিরহাট জেলার রাজপথে আমরা তাদেরকে থাকতে দিব না।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে কবর স্থানে পাঠানোর হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। এঘটনা পুরো দেশ জুরে কর্মসুচী পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

বার্তাবাজার/এম আই