অবরোধ কর্মসূচি সফল করায় নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি অভিনন্দন জানান।

রিজভী বলেন, নেতাকর্মীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে এবং দৃঢ় প্রত্যয়ে ধারাবাহিক অবরোধ কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করছেন। এত প্রতিকূলতা ও জুলুম-নির্যাতনের পরেও তারা রাস্তায় আছেন, দাঁড়াচ্ছেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে দাঁড়িয়ে নেতাকর্মীরা যেভাবে রাজপথে নেমেছেন এটি একটি সাহস ও বীরত্বব্যঞ্জক ঘটনা। তারা সাহসের ওপর ভর করে এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ফিরিয়ে আনার আদর্শগত লড়াইয়ে আছেন।

বিএনপির এই নেতা বলেন, ভোগ-বিলাস কিংবা অর্থের জন্য নয়, নেতাকর্মীরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কর্মসূচি করছে। এতো নিপীড়ন-নির্যাতন সহ্য করে তাদের বিজয়রথ ইনশাআল্লাহ একদিন লক্ষ্যস্থলে পৌঁছাবে।

এ সময় আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে নেতাকর্মীদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সারাদেশে প্রতিদিনই অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে। কারও বাসাবাড়িতে তল্লাশির নামে হামলা ও ভাঙচুর করা হচ্ছে। শর্টগান থেকে গুলি ছোড়া হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের মোট ৪১০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৮৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্তাবাজার/এম আই