একদফা দাবিতে নতুন কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কর্মসূচি অনুযায়ী আগামী ২৬ ও ২৭ নভেম্বর (রোব ও সেমবার) টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুণ:প্রতিষ্ঠার দাবিতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল বিএনপি নেতাকর্মীদের মুক্তিসহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তপশিল ঘোষণার প্রতিবাদে রোববার ভোর ৬টা হতে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
বার্তাবাজার/এম আই