সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফার ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন চলছে। নগরীর মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। পুলিশ, র্যাবের টহল গাড়িও সতর্ক রয়েছে।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে অবরোধের সমর্থনে রাজধানীর ফকিরাপুল এলাকায় মিছিল বের করে বিএনপি। এতে নেতৃত্ব দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, সরকার ও প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা সারাদেশে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসুচী পালন করছে নেতাকর্মীরা। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে অবাধ সুষ্ঠু অংশগ্রহনমুলক নির্বাচন হতে হবে। এর বাইরে নির্বাচন হতে দেয়া হবে না।
অবরোধের সমর্থনে পান্থপথে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের সহ সভাপতি ইয়াসিন আলীর ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেনে নেতৃত্বে মিছিল বের করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অন্যদিকে ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিল বের করে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
এদিকে অবরোধে রাজধানীর রাস্তায় স্বাভাবিক দিনের চেয়ে যান চলাচল কম রয়েছে। সীমিত আকারে চলছে গণপরিবহন। নগরীতে কিছু কিছু পরিবহনের বাস চলতে দেখা গেছে। প্রাইভেট কার, সিএনজি, রিক্সাসহ অন্যান্য প্রাইভেট যানের উপস্থিতিও তুলনামুলক কম। নগরীর মোড়ে মোড়ে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি। পুলিশ, র্যাবের টহল গাড়িও সতর্ক রয়েছে।
বার্তা বাজার/জে আই