জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে ছেলের কুড়ালের আঘাতে বাবা নিহত হয়েছেন।এ ঘটনায় ছেলে ও ছেলের বউকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ নভেম্বর) সন্ধ্যায় পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যা ৭ টায় কালাই থানার ওসি ওয়াসিম আল বারী এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গত সোমবার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের গ্রামতলা গ্রামে রাতে ঘুমের ভিতরে ছেলে রিজভী কুড়াল দিয়ে আঃ আলিমের ঘারে কোপ মারলে গুরুতর অবস্থায় মেডিকেলে ভর্তি করা হয় । আজ সকাল ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই বাবলু ফকির বুধবার দুপুরে কালাই থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সন্ধ্যায় পাঁচবিবির শেকটা গ্রাম থেকে ঘাতক রিজভীকে গ্রেপ্তার করে পুলিশ।

কালাই থানার অফিসার ইনচার্জ ওয়াসিম আল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি উপজেলার শেকটা গ্রাম থেকে হত্যা মামলার আসামি রিজভী ও জান্নাতিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।

বার্তা বাজার/জে আই