কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাব ও তিন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার বিকেলে আহত সাংবাদিক মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান বাদী হয়ে বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫- ২০ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন, উপজেলার মুরাদনগর কলেজ পাড়ার মৃত মনিরুল হকের ছেলে মাহবুব আলম আরিফ, নোয়াকান্দি গ্রামের খোকন মিয়ার ছেলে মো. সুলতান, নয়াকান্দি গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রুবেল মিয়া, আলীয়ার চর গ্রামের আবদুর রহমানের ছেলে ফাহাদ, মুরাদনগর সদরের গোলাম মোস্তফার ছেলে মো. মাহফুজুর রহমান রোবেল, নহল গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে নজরুল ইসলাম, মুরাদনগর উত্তর পাড়ার মৃত কানু মিয়ার ছেলে আরিফ গাজী, মুরাদনগর মোহনা আবাসিক এলাকার রফিকুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম, ধামঘর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মেহেদী হাসান শুভ, রাজা চাপিতলা গ্রামের জুলহাস মিয়ার ছেলে আলমগীর হোসেন, বাঙ্গরা উত্তরের মৃত নজরুল ইসলামের ছেলে সাজ্জাদ হোসেন শিমুল ও দক্ষিন ভিংলাবাড়ী গ্রামের কামাল ড্রাইভারের ছেলে আবুল খায়েরসহ অজ্ঞাত আরো ১৫-২০ জন

বাদী পক্ষের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আদালত মামলা গ্রহন করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বলেছে

এর আগে গত শুক্রবার (১৯ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৩ সাংবাদিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাংবাদিকরা হলেন, মুরাদনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের আজিজুর রহমান রনি, দৈনিক ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম ও দৈনিক ভোরের সূর্যোদয়ের (সাবেক) শামীম আহম্মেদ।

বার্তাবাজার/এম আই