আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডডভোকেট মতিয়ার রহমানকে নৌকা মার্কা দেয়ার জন্য সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনপ্রতিনিধগণ।

বুধবার (২২ নভেম্বর) দুপুর বারোটায় জেলা পরিষদ মিলানায়তনের হলরুমে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন।

তিনি বলেন, জাতীয় সংসদের ১৮ নম্বর আসনটি লালমনিরহাট ৩ আসনের আওয়ামী লীগ থেকে জনপ্রতিনিধি নেই, যে কারনে রাজনৈতিক এবং অংশগ্রহণমূলক কর্মকাতে বঞ্চিত হয়ে আসছে এই আসনটি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমানের বিকল্প নেই। তিনি আওয়ামী লীগের রাজনীতি করে তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন সময় দিয়ে আসছেন, বিপদাপন্ন কর্মীর পাশে থেকেছেন। বর্নাতদের পাশে গিয়ে দাঁড়ানো, ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান, অসুস্থকর্মীর চিকিৎসার ব্যবস্থা করা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ সহ অসংখ্য কাজ করে চলছেন।

আমরা দ্বার্থহীন ভাষায় জানাতে চাই এই আসনে মতিয়ার রহমানের কোন বিকল্প নাই। আমাদের রাজনৈতিক জননী,আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমাদের প্রিয় মানুষ মতিয়ার রহমানকে নৌকা মার্কার প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।নৌকা মার্কা পেলে এ আসনে জয় সুনিশ্চিত হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র রেজাউল করিম স্বপন, মোগলহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান,পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক বসুনিয়া, গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ টোটন ও হারাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তাহমিদুল ইসলাম বিপ্লব সহ অন্যান্য জনপ্রতিনিধি।

বার্তাবাজার/এম আই