‘স্মার্ট ভূমি সেবায়, ভূমি মন্ত্রণালয়’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ২২ মে থেকে ২৮ মে তারিখ পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর কার্যক্রম চলবে।

আলফাডাঙ্গা উপজেলা ভূমি অফিস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

এ উপলক্ষ্যে সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা ভূমি অফিস চত্বরে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, আলফাডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র ইউসুফ হোসেন ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, এখন সেবা পেতে কোথাও যেতে হয়না। শুধু ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট মেন্যুতে গেলেই সব তথ্য জানা যাবে। এক্ষেত্রে শিক্ষার্থীরা ভূমিকা রাখতে পারে ডিজিটাল সেবা বাস্তবায়নে। তারা পরিবারের প্রবীণদের ভূমি সংক্রান্ত সেবা পেতে সাহায্য করতে পারে। কারণ, বয়স্করা অনেক সময় অনলাইনে ডিজিটাল সেবার বিষয়গুলো তেমন বুঝে উঠতে পারেন না।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সেবা গ্রহীতা ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই