ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় হাত-পা বাঁধা এবং স্কচটেপ দিয়ে মুখ আটকানো এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ির বাতানটেক মহল্লায় নিহতের ভাড়া বাসার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানার পুলিশ।

নিহত ওই ব্যক্তির নাম দরুল হুদা। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন উত্তর ফতেহপুর গ্রামের মৃত জোহাব আলীর পুত্র বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাঁর স্ত্রীর নাম মেহেরুন্নেসা, তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। নিহত দরুল স্ত্রীকে নিয়ে আশুলিয়ার পলাশবাড়ী বাতানটেক এলাকার ইকবাল কবির আলমের ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তিনি একটি কীটনাশক কারখানার প্যাকিংম্যান হিসেবে কাজ করতেন।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা আড়াইটার পর কারখানা থেকে এসে নিহতের স্ত্রী বাসায় ঢুকে ঘরের মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভাড়া বাসায় কী কারণে যুবক হত্যাকাণ্ডের শিকার হলেন এসব বিষয় মাথায় রেখে আমরা তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

বার্তা বাজার/জে আই