চট্টগ্রামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানান বন্দর থানার এসআই মোঃ ফয়সাল।

তিনি জানান, রোববার দিবাগত রাতে নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর আনন্দবাজার চান্দের পাড়া মোড়স্থ ইলিয়াসের ভাড়াঘরে অভিযান পরিচালনা করে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় মোঃ সোহেল, মোঃ সুমন, তানিয়া আক্তার ও শারমিন আক্তারকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বন্দর থানার অধর্তব্য মামলা নং-১৯৯/২০২৩, তারিখ-২০/১১/২০২৩ খ্রি. রুজু করা হয়েছে।

বার্তা বাজার/জে আই