চট্টগ্রামে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম সহ পাঁচজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর ও পশ্চিম)। সোমবার (২০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) পুলিশের এসআই মোহাম্মদ মহসিন উদ্দিন রুবেল।

তিনি জানান, সোমবার উপ-পুলিশ মহানগর গোয়েন্দা পুলিশের টিম-৫১ এর নেতৃত্বে নগরীর চান্দঁগাও থানাধীন অদুর পাড়াস্থ জনৈক সেকান্দার এর মালিকানাধীন পরিত্যক্ত কলোনীতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা সহ মোঃ মহিউদ্দিন, মোঃ শাহ আলম, মোঃ শাহ জাহান, মোঃ সালাউদ্দিন ও মোঃ পারভেজ নামে পাঁচজনকে আটক করা হয়েছে।

আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বার্তা বাজার/জে আই