কুমিল্লা- ৪ (দেবীদ্বার) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার লক্ষ্যে দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগ করেছেন।
সোমবার দুপুরে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন আবুল কালাম আজাদ নিজেই।
জানা যায়, আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সদস্য ও দেবীদ্বার উপজেলা পরিষদের আওয়ামীলীগের মনোনীত নির্বাচিত চেয়ারম্যান। তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।
মনোনয়ন পেতে তিনি দীর্ঘদিন ধরে দেবীদ্বার উপজেলায় কাজ করে আসছেন। ইতোমধ্যেই তার নেতাকর্মীরা দাবি করেছেন মনোনয়ন পেতে তিনি অনেক আগে থেকেই সবুজ সংকেত পেয়েছেন এবং দেবীদ্বার উপজেলার সবক’টি ইউনিয়নে প্রায়ই গ্রামে উন্নয়ন ও শান্তি সমাবেশ করেছেন।
আবুল কালাম আজাদ বলেন, আমি দেবীদ্বার উপজেলায় আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান। দেবীদ্বারের সর্বস্তরের জনগণের সমর্থন নিয়ে এমপি প্রার্থী। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।
বার্তাবাজার/এম আই