পাবনার মাছরাঙ্গা পড়িবহন বাসের সুপারভাইজার সাথে ভাড়া টাকা নিয়ে কথা কাটাকাটির যাত্রীর এক পর্যায় ছুরিকাঘাতে বাসের হেলপার নিহত, আটক ১।
সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে পাবনা-নরসিংদী রুটের মাছরাঙ্গা পরিবহনের সুপারভাইজার ও যাত্রীদের সাথে এই ঘটনা ঘটে।
নিহত হেলপার জুবায়ের রহমান (২৫) সদর উপজেলা গাছপাড়া খাঁপাড়া জাহিদুর রহমান ছেলে।
নিহত পরিবার জানান, ঢাকা গাফতলী থেকে বাস যাত্রী সাথে সুপারভাইজার ও হেলপারের সাথে কথা কাটাকাটি হয়। পাবনায় এসে বাস থামালে সেই যাত্রী লোকজন এসে গাড়ি ডাইভার ও সুপারভাইজার সাথে মারামারি শুর হয় এ সময় হেলপারের যাত্রীর লোকজন ছুরিকাঘাত করলে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেয়ে কর্ত্যবরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
ঘটনার সাথে জড়িত মারুফ হোসেন সুমন (৪০) কে আটর করেছে পুলিশ সে সদর উপজেলা আরিফপুর এলাকার জিয়াউর রহমানের ছেলে।
সদর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে।
বার্তাবাজার/এম আই