“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এই স্লোগানে নোয়াখালী হাতিয়ায় পালিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ । জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো, দালাল মুক্ত ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা বাড়ানো লক্ষে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত চলবে এই সেবা সপ্তাহ।

সোমবার (২২ মে) সকালে ভূমি অফিস প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কায়সার খসরু।

উদ্বোধন উপলক্ষ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরোয়ার এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কেফায়েত উল্যা, বুড়িরচর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, চরকিং ইউপি চেয়ারম্যান নাইম উদ্দিন আহাম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা কাজী মো: ইমরান হোসেন ও ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী সহ প্রায় দুই শতাধিক সেবা গ্রাহিতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে স্মার্ট ভূমি সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এখন থেকে সেবা গ্রহিতার সাথে সরাসারি যোগাযোগ হবে ভূমি অফিসের। তৃতীয় কোন পক্ষ (দালাল) এখানে হস্তক্ষেপ করতে পারবেনা। সব কিছু একটি স্মার্ট মোবাইলের মাধ্যমে করা সম্ভব। ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর, ডাকযোগে সার্টিফাইড খতিয়ান ও ম্যাপ এবং ১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তারা।

বার্তা বাজার/জে আই