আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়নে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি জি এম কাদের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। ওই চিঠিতে প্রার্থী নির্বাচনের ক্ষমতা, নাম ও নমুনা স্বাক্ষর দেয়া হয়েছে।
এর আগে গতকাল জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন, আগামী দু-একদিনের মধ্যেই জাতীয় পার্টি দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। আজ সেই সিদ্ধান্ত এসেছে।
তারও আগে গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়েছিলে জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
বার্তা বাজার/জে আই