‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই স্লোগানে শার্শা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২২ মে) সকালে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ফারজানা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউওন) নারায়ন চন্দ্র পাল।
আরও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল হাসান, সহকারী ইউনিয়ন ভুমি কর্মকর্তা আলমগীর হোসেন, ভুমি সেবা গ্রহণকারী কামরুজ্জামান ও ছাইদুজ্জামান সহ প্রমুখ।
বার্তা বাজার/জে আই