পাবনায় দুঃস্থ অস্বচ্ছল কর্মহীন ৯৮ জন নারীদের মাঝে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান কর্মসূচির সমাপনী ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চত্বরে জেলা পরিষদের আয়োজনে এ সকল সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক মু আসাদুজ্জামান।

জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুল রহিম পাকনের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো: আকবর আলী মুন্সী, জেলা সমাজসেবা উপপরিচালক মোঃ রাশেদুল কবীর,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল,প্যানেল চেয়ারম্যান (মহিলা) আইরিন কিবরিয়া টেকা, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, মালঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বাবু, মালিগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনতাজ আলীসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য সদস্য বৃন্দ।

অনুষ্ঠানে ৯৮ জন দুঃস্থ অস্বচ্ছল কর্মহীন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অতুল মন্ডল।

বার্তাবাজার/এম আই