নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলছে। কার্যালয়ের সামনে এখনও সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এ পরিস্থিতিতে দুপুরের দিকে কার্যালয়ের সামনে মিছিল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ নভেম্বর) দুপুরে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
এ দিন বেলা ১১টার দিকে বাংলাদেশ জনতা পার্টি নামের একটি দলের কিছু নেতাকর্মী বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল করেন। সেই মিছিল থেকেই পাঁচজনকে আটক করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের দুই কর্মকর্তা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবরোধ কর্মসূচির সমর্থনে স্লোগান দেওয়ার সময় বাংলাদেশ জনতা পাটির সভাপতি রায়হান ইসলামসহ পাঁচজনকে আটক করে পুলিশ।
এদিকে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছিলেন, বিএনপির নেতাকর্মীরা চাইলে তাদের কার্যালয়ে যেতে পারেন।
বিএনপির কার্যালয়টি পুলিশের নিয়ন্ত্রণে রাখার ১৭ দিন পর ডিএমপি কমিশনারের এমন বক্তব্যের পর আজ সকাল থেকে নয়াপল্টন কার্যালয়ে গণমাধ্যমের কর্মীরা ভিড় করছেন।
প্রসঙ্গত, বিএনপির সমাবেশ ঘিরে গত ২৯ অক্টোবর থেকে দলের কার্যালয়ের সামনে অবস্থান করছে পুলিশ। মঙ্গলবার কার্যালয়ের সামনে থেকে খানিকটা দূরে অবস্থান নিয়েছিল পুলিশ। তবে আজ বেলা ১১টার পর আবারও বিএনপির কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয় তারা।
বার্তা বাজার/জে আই