গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এর আগে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আসপাডা মোড় থেকে বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ১নং সিঅ্যান্ডবি বাজার এসে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভায় বক্তব্য রাখেন তিনি।

খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অবরোধকারী বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করতে এগিয়ে এলে পাল্টা ধাওয়া করে বিএনপি নেতাকর্মীরা।
এ সময় পুলিশ এসে ধাওয়া করলে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

বিএনপির কেন্দ্রীয় সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, সরকারের পদত্যাগের একদফা দাবিতে আমরা অবরোধের পক্ষে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শান্তিপ্রিয় বিক্ষোভ মিছিল করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের মিছিলের ওপর সশস্ত্র হামলা চালায়।

শ্রীপুর পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল করে মহাসড়ক অবরোধ করে রাখার খবর পেয়ে আমরা স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এগিয়ে এলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বার্তাবাজার/এম আই