নির্বাচন সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর কামরাঙ্গীরচরে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই দেশের একটি গোষ্ঠী উন্নয়ন অগ্রযাত্রার বিরোধী শক্তি। তারা দেশের উন্নয়নকে বাধা দিতে চায়, তারা নির্বাচন বানচাল করতে চায়। বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য করে অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে ১৪ দল। বিগত ১৪ বছরে যেই সেবা আপনাদের জন্য করেছি, সেই সেবা আগামীতেও করতে চাই, সে জন্য আপনাদের সহযোগিতা চাই।’
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বক্তব্য রাখেন।
বার্তাবাজার/এম আই