দিনাজপুরের ঘোড়াঘাটে নেশা জাতীয় ৬০০ পিস অ্যাম্পল সহ এক মাদক পাঁচারকারীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের শিধল গ্রামের খুদখোর ব্রীজের উপর থেকে তাকে আটক করা হয়। জব্দ হওয়া অ্যাম্পলের স্থানীয় বাজার মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা।

এই ঘটনায় ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাফ্ফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছেন।

গ্রেপ্তার আসামী হলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে জহুরুল ইসলাম (৩৫)।o

পুলিশ জানায়, সীমান্তবর্তী হিলি থেকে বিপুল পরিমান মাদক আসছে ঘোড়াঘাট উপজেলার দিকে, এমন সংবাদ পেয়ে হিলি-ঘোড়াঘাট সড়কে অবস্থান নেয় থানা পুলিশের একটি দল। এসময় সড়কটি দিয়ে ভ্যান যোগে ঘোড়াঘাটের দিকে আসা দুজন যাত্রী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পাশের আবাদি জমি দিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পিছু নিয়ে তাকে আটক করে। এসময় তার কাছে থাকা পৃথক দুটি ছোট ব্যাগ থেকে ৬০০ পিস অ্যাম্পল জব্দ করে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন থেকে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদক সংগ্রহ করে আশপাশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করে আসছিল। তাকে মঙ্গলবার সকালে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।

বার্তা বাজার/জে আই