বাগেরহাট সদর মডেল থানাধীন ভি আই পি মোড় হতে ১২ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, কুড়িগ্রাম জেলার সরদার পাড়া এলাকার কাসেম আলীর ছেলে কবির হোসেন (২৩), বাগেরহাট জেলা সদরের ফুলবাড়ী এলাকার চানমিয়া হাওলাদার এর ছেলে মিজান হাওলাদার (২৮) ও পালপাড়া এলাকার বাবুল হোসেনের ছেলে খালিদ হোসেন লিপু (২৫)। এ সময় তাদের বহনকারী কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। জব্দকৃত গাড়িটি রেজিস্ট্রেশন নাম্বার চট্ট মেট্রো শ-১১-২৩৪১।
বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর সুরেশ চন্দ্র হালদার জানান, রবিবার সকালে শহরের ভিআইপি রোড মোড়ে চেকপোস্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধার এক বিশেষ অভিযান পরিচালনা করি, অভিযান চলাকালীন একটি কাভার্ড ভ্যান এর কেবিন হইতে ১২ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এম আই