পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের আওতাধীন বর্তমান সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১২ নভেম্বর) দুপুরে ইউনিয়নটির হামচিয়াপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে মালঞ্চী ইউনিয়ন পরিষদ।
এসময় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ।
সরকারে বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের জন্য ১৭ রকমের ভাতা চালু করেছে বর্তমান সরকার। আজকে শেখ হাসিনার সরকারের সুফল ভোগ করছে সবাই। বাংলাদেশের মতো শান্তির দেশ আর কোথাও নাই। এজন্য শান্তি পেতে আবারও নৌকায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমেদ বাবু এর পরিচালনায় আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, আওয়ামী লীগ নেতা সন্তোষ কুমার,মালঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ সহ অনেকেই। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও ইউনিয়নের সাড়ে ৪ হাজার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/জে আই