প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরসিংদী পৌঁছেছেন। রোববার (১২ নভেম্বর) দুপুর ১২টার কিছুক্ষণ আগে তিনি সেখানে পৌঁছান। কিছুক্ষণের মধ্যে তিনি ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সারকারখানা উদ্বোধন করবেন। বিকেলে মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ইতিমধ্যে মানুষের ঢল নেমেছে।

নরসিংদীতে প্রায় ১৬ হাজার কোটি টাকার ১১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নরসিংদী। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকায় এসএসএফ, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। নরসিংদী মোসলেহ উদ্দিন স্টেডিয়াম ও আশপাশের এলাকা এবং পলাশের ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সারকারখানা এলাকায় নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে আসছেন। ‍উপস্থিত জনতার জয় বাংলা স্লোগানে আশপাশ মুখরিত হয়ে উঠেছে।

বার্তা বাজার/জে আই