চট্টগ্রামে ৭ হাজার পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর ও দক্ষিণ)। রোববার(১২ নভেম্বর) সকালে বিষয়টি জানান মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর ও দক্ষিণ) পুলিশ পরিদর্শক আরিফুর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর চান্দগাঁও থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক সংলগ্ন নতুন চান্দগাঁও থানার দক্ষিণ পাশে পান্ডা আইসক্রিম ফ্যাক্টরীর সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৭০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ইকবাল হোছেন প্রকাশ ইব্রাহিম, আজিমুল হক ও মোঃ আবুবক্কর ছিদ্দিককে আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বার্তা বাজার/জে আই